facebook
pencilbox-06b
Freelancing (1)

Freelance Graphic Design: A short Guidebook

  • by Rashedul Islam
  • 16-01-2024 11:54am
  • 0 Comments

ফ্রিল্যান্সিং নামটা শুনে হয়তো অনেকেই মনে করি, এসব তো প্রোগ্রামার, কম্পিউটার এক্সপার্টের কাজ। এসব জেনে আমাদের কি লাভ? শুনে অবাক হবেন, ফ্রিল্যান্সিং ব্যাপারটার সাথে সেসবের তেমন সম্পর্কই নেই!

হ্যাঁ, অনলাইন ফ্রিল্যান্সিং ব্যাপারটায় এক্সপার্ট হতে হলে কম্পিউটার না্মক যন্ত্রটির সাথে ভালোই খাতির থাকা লাগে, কিন্তু তার মানে এই নয় যে সিএসই থেকে ডিগ্রি থাকা লাগবে ফ্রিল্যান্সিং এর জন্যে। ঘরে বসেই অনলাইন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শেখা সম্ভব।

ফ্রিল্যান্সিং সেক্টরে কাজের চাহিদা অনেক। আপনি যেকোন একটি কাজ ভাল ভাবে শিখেই ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারেন।

গ্রাফিক ডিজাইন হতে পারে আপনার ফ্রিল্যান্সিং করার মাধ্যম। 

আমাদের মাঝে আনেকেরই হয়তে বিভিন্ন জায়গা থেকে কোর্স করে / নিজেরা Youtube দেখে গ্রাফিক্স ডিজাইন শেখা আছে। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে ফ্রিল্যান্সিং করতে পারছেন না। 

PencilBox Training এর পক্ষ থেকে তাদের জন্য International Online Learning Platform- UDEMY তে Freelance Graphic Design: A short Guidebook কোর্স । যেখানে Mentor হিসেবে আছেন  A. H. M Mohsin. 

কোর্সটি সকলের জন্য ফ্রি। আশাকরি কোর্সটি করে ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত ধারনা পাবেন।

কোর্সের লিংক: https://bit.ly/2STyt5H

All Comments