facebook
pencilbox-06b
blog

ISO-Image File তৈরি করতে হয় করার নিয়ম

  • by Rashedul Islam
  • 16-01-2024 10:57am
  • 2 Comments

Image file তৈরি করার জন্য অনেকগুলো Software থাকলেও Image Burn Software টি অত্যন্ত সহজ। তাই আমরা Image Burn দিয়ে Windows Disk file থেকে Image file তৈরি করব।

তাহলে, Image file তৈরি করার জন্য Image Burn নামের একটি Software প্রয়োজন।

আমরা যদি Google এ Image Burn লিখে সার্চ করি তাহলেই Software টি পেয়ে যাব। সেখান থেকে ডাউনলোড করে Install করে নিন। এরপর….

 

ধাপ ০১: প্রথমেই Install-কৃত Image Burn Software টি Open করি।

 

ধাপ ০২: নিচের চিত্রের মত একটি বক্স আসবে। এখান থেকে আমরা যে File থেকে Image File তৈরি করবো, তা সিলেক্ট করে দিতে হবে। আপনার কাছে যদি Windows এর CD Disk থাকে এবং আপনি যদি সরাসরি CD Disk থেকে Image File তৈরি করতে চান, তাহলে Create Image File from Disc এ ক্লিক করতে হবে। কিন্তু যদি Windows Disk এর  file-গুলো আপনার কম্পিউটারে কপি করা থাকে তাহলে Create Image file from Files/Folder এ ক্লিক করতে হবে।

ধাপ ০৩: Source থেকে আমাদের যে ফাইলটিকে Image File তৈরি করবো, তা সিলেক্ট করে দিতে হবে।


ধাপ ০৪: Destimation থেকে Image File টি কোথায় Save হবে, সেই লোকেশন দেখিয়ে দিতে হবে।

 

ধাপ ০৫: Source এবং Destination এর কাজ শেষ হয়ে গেলেই নিচের Icon এ Build এ ক্লিক করতে হবে। ৩/৪ বার Confirm হওয়ার পর উক্ত ফাইলটি Image File হিসেবে তৈরি হওয়া শুরু হবে।

সমস্ত কাজ শেষ হলে Operation Successful এর একটি ম্যাসেজ আসবে।

 

এরপর Destination Folder এ দেখতে পাবেন, একটি ISO/Image File তৈরি হয়ে গেছে। এই ফাইলটিই আপনি Pen drive এ বুট করতে পারবেন।

All Comments

Tanvir Alam

03/03/2020 - 03:35 AM

Nicely Written!

Khan Mohammad Mahmud Hasan

15/03/2020 - 03:43 AM

good