Adsense vs Wordpress

যেভাবে ওয়ার্ডপ্রেসে এ্যাডসেন্স এ্যাড করবেন

  • by Rashedul Islam
  • 17-01-2024 09:34am
  • 0 Comments

এই আর্টিকেলে যা যা থাকছেঃ

  • আপনার ওয়েবসাইট কিভাবে AdSense account-এ verify করবেন।
  • আপনার AdSense কোডের অপব্যবহার প্রতিরোধ করতে  কিভাবে Site Authorization activate করবেন
  • কিভাবে মোবাইল এবং ডেস্কটপ ভিজিটরদের জন্য AdSense ads automatic placement করবেন
  • কিভাবে AdSense Page-level ads টেস্ট করবেন

 

সাইট ভেরিফিকেশনঃ

  1. সাইট ভেরিভাই করতে Google AdSense account থেকে Settings-এ ক্লিক করতে হবে। তারপর My Sites-এ ক্লিক করতে হবে।
  2. Plus button-এ ক্লিক করতে হবে।
  3. নিজের ওয়েবসাইটের এড্রেস এখানে টাইপ করতে হবে।
  4. Add Site-এ ক্লিক করতে হবে।

 

Site Authorization সেটআপঃ 

  1. Manage Sites area-তে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করতে হবে
  2. Site Authorization-এ ক্লিক করতে হবে
  3. এটি On করে Save করতে হবে

এখন, আসুন আপনার ওয়েব সাইটে  ads-এর auto-placement activate করি।

 

Ads-এর auto-placement activate করতেঃ

  1. AdSense account-থেকে যেতে হবে My Ads, তারপর Page-level Ads
  2. Anchor/overlay ads এবং Vignette ads- এর স্লাইডারগুলি স্লাইডিং করে  Ads চালু করুন
  3. নতুন একটি ট্যাবে  WordPress Dashboard  ওপেন করুন

পরবর্তী ধাপে আপনার ওয়েব সাইট সেটআপ চূড়ান্ত করতে প্রয়োজনীয় কোড পেতে হবে। 

এই পরের ধাপের জন্য আমরা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটে সব page-এ AdSense  code  add  করার জন্য একটি plugin তৈরি করতে যাচ্ছি। আমি এখানে  Pluginception plugin  ব্যাবহার করেছি। 

 

যেভাবে Pluginception plugin install করবোঃ

  1. WordPress Dashboard-থেকে, Plugins-এ ক্লিক করবো, তারপর Add New-তে ক্লিক করবো
  2. সেখানে search box-এ Pluginception লিখে search করবো
  3. Pluginception এর ডান দিকে Install Now ক্লিক করবো
  4. Activate ক্লিক করবো, এটি Plugins menu-তে একটি নতুন option দেখাবে যার নাম Create a New Plugin

 

Custom Plugin তৈরি করতেঃ 

  1. Create a New Plugin-এ ক্লিক করতে হবে
  2. Plugin-এর একটি নাম দিতে হবে, যেমনঃ My Google AdSense Placement Plugin
  3. Create a Blank Plugin and activate it button- এ ক্লিক করতে হবে
  4. এখন, function my_google_adsense_placement_function() {  $output=’YOUR ADSENSE CODE’;  echo $output;

    }

    add_action(‘wp_head’,’my_google_adsense_placement_function’);

     এই কোডটি add করতে হবে

  5. AdSense একাউন্টে যেতে হবে
  6. Get Code button-এ ক্লিক করতে হবে
  7. যে কোডটি দেখাযাবে সেটি কপি করতে হবে
  8. কপি করা কোডটি YOUR ADSENSE CODE এর জায়গায় পেস্ট করতে হবে
  9. Update File button-এ ক্লিক করতে হবে

এখন টেস্ট করে দেখতে পারি কাজ হয়েছে কিনাঃ

  1. ল্যাপটপ অথবা ডেক্সটপ থেকে সাইটে যেতে হবে
  2. পেইজের যেকোন জায়গায়  Right-click করে,  View Source-এ ক্লিক করি
  3. এখন  ফাইন্ড করে দেখতে পারি যেকোড আমরা দিয়েছিলাম সেটা  আছে যাচ্ছে কিনা,  ফাইন্ড করতে  Ctrl+F প্রেস করে adsbygoogle টাইপ করে দেখতে পারি কোড পেইজে আছে কিনা। 

All Comments