ডিজিটাল মার্কেটিং কি ?
মার্কেটিং খাতে নতুন এক দিগন্ত সূচনা করেছে ডিজিটাল মার্কেটিং । প্রযুক্তির সঠিক ব্যাবহার করে মার্কেটিং সেক্টর টি কে নিয়ে গেছে অন্য উচ্চতায় ।
ডিজিটাল মার্কেটিং হল মার্কেটিং এর উপাদান যা ইন্টারনেট এবং অনলাইন ভিত্তিক । ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকেই ডিজিটাল মার্কেটিং বলে। ডিজিটাল মার্কেটিং কে আবার ইন্টারনেট মার্কেটিং ও বলা হয়।
ডিজিটাল মার্কেটিং যে উন্নতির দুয়ার মেলে দিয়েছে তার রয়েছে অনেক সুযোগ সুবিধা। যেমনঃ
- ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের কাস্টমারদের সম্পর্কে ধারণা পেতে পারি। কারা আমাদের প্রোডাক্ট নিয়ে আগ্রহী তাদের সহজেই খুজে বের করতে পারি।
- আমরা আমাদের প্রোডাক্ট এর জন্য কাস্টমার নির্দিষ্ট করে দিতে পারি। যার ফলে আমাদের প্রোডাক্ট আমাদের নির্দিষ্ট করে দেয়া কাস্টমার ই দেখবে।
- Traditional মার্কেটিং এর তুলনায় এর খরচ কম।
- এই মার্কেটিং ব্যবস্থাপনায় গ্রাহক থেকে সহজেই ফিডব্যাক নেয়া যায়। যার ফলে ফিডব্যাক অনুযায়ী যদি কিছু পরিবর্তন করতে হয় তা করা যায় ।
- যেহেতু এইটি অনলাইন ভিত্তিক তাই সহজেই দেশ বিদেশের সাথে বেবসা করা সম্ভব
- নিজের সুবিধামত ব্যবসায় পরিবর্তন করা সম্ভব
- এই বেবস্থাপনা বহুমুখী হওয়ায় , গ্রাহক এর সাথে যোগাযোগ করা সহজ হয়ে গেছে।
- সমস্ত ফলাফল সঠিকভাবে পরিমাপ করা যায় ।
আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে ডিজিটাল মার্কেটিং এর ।
ডিজিটাল মিডিয়া
ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের বিভিন্ন ধরণের মিডিয়া ব্যাবহার করতে হয় , এদের ডিজিটাল মিডিয়া বলা হয়। যেমনঃ আউটপুট স্ক্রিন, মিডিয়া ফরমেট ইত্যাদি।
ডিজিটাল চ্যানেল
ডিজিটাল মার্কেটিং কিছু চ্যানেল নিয়ে কাজ করে থাকে। এদের ডিজিটাল চ্যানেল বলা হয়। কিছু ডিজিটাল চ্যানেল হল ঃ
- SEO (Search Engin Optimization )
- Web Site
- PPC (Pay Per Clip)
- Affiliate Marketing
- SMM (Social Media Marketing)
- Email Marketing
বর্তমান সময়ে এই প্রত্যেকটি চ্যানেল এর গুরুত্ব অনেক।
কন্টেন্ট
ডিজিটাল মার্কেটিং এর প্রধান বিষয় হচ্ছে কন্টেন্ট । যার কন্টেন্ট যত ভালো হবে মার্কেটিং ক্ষেত্রে সে ততো এগিয়ে থাকবে।তাই, আগে জানতে হবে কন্টেন্ট কি ?
কন্টেন্ট হচ্ছে কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য কে মানুষের বোধগম্য করে তুলার নমুনা। সহজ কথায় বললে মানুষ কে বুঝানোর জন্য আমরা যে সকল কাজ করে থাকি ঐগুলো ই হচ্ছে কন্টেন্ট।
কন্টেন্ট আবার ৪ ধরণের হয়ে থাকে । যেমনঃ
- Writting Content
লিখার মাধ্যমে আমরা যে কন্টেন্ট প্রকাশ করে থাকি তা ই হচ্ছে Writting Content ।
- Image Content
ছবির মাধ্যমে আমরা যে কন্টেন্ট প্রকাশ করে থাকি তা ই হচ্ছে Image Content।
- Audio Content
অডিও মাধ্যমে আমরা যে কন্টেন্ট প্রকাশ করি তা ই হচ্ছে Audio Content ।
- Video Content
ভিডিও এর মাধ্যমে আমরা যে কন্টেন্ট প্রকাশ করি তা ই হচ্ছে VideoContent ।
আমরা অনেক সময় দেখে থাকি কন্টেন্ট ভালো কিন্তু তার কন্টেন্টে কোন রিচ নেই । এর কারণ হচ্ছে মার্কেটিং এর অভাব। সঠিক ভাবে মার্কেটিং করতে পারলে অবশ্যই তার কন্টেন্ট এর রিচ পেত । তাই বর্তমান সময়ে মার্কেটিং অত্যাবশ্যকীয় ।
ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ে অনেক বৃহৎ সেক্টরে রূপ নিয়েছে। মানুষ ডিজিটাল মার্কেটিং কে কেন্দ্র করেই নিজের ক্যারিয়ার গড়ে তুলছে ।
আগামী ১০ বছরে হয়তোবা সবকিছুই অনলাইন ভিত্তিক হয়ে যাবে। তখন, সব কিছুই করা হবে অনালাইনে। যার ফলে বাড়বে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা । এক কথায় বলতে গেলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিং এর ভবিষ্যৎ। প্রযুক্তি যত উন্নত হবে ডিজিটাল মার্কেটিং ততো অ্যাডভান্স হবে ।
All Comments