Web Design and Development for Freelancing
শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skill for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত অকুপেশন সমূহে ০৩(তিন) দিন ব্যাপী RPL (Recognition of Prior Learning) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। RPL ও BNQF কার্যক্রম সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিনামূল্যে পরিচালিত হচ্ছে।
মূলত আমাদের মাঝে অনেকেই Web Design and Development এ অনেক দক্ষ। কিন্তু তাদের Web Development এর কোন সরকারী সার্টিফিকেট নেই। তাদের দক্ষতা যাচাই পূর্বক সার্টিফিকেট দেয়ার কার্যক্রম শুরু করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্বাবধানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা National Skills Development Authority (NSDA). মূলত Assessment (পরিক্ষায়) অংশগ্রহণ করে সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে PencilBox Training Institute শুরু করতে যাচ্ছে Web Design and Development, Level 3 এর Assessment. আপনার ভর্তি কনফার্ম করে স্কিল অনলাইন অরিয়েন্টেশণ ও সরাসরি অ্যাসেসমেন্ট (২+১)=০৩ দিনের প্রোগ্রামে অংশগ্রহন করতে আজই রেজিষ্ট্রেশন করুন।
* নূন্যতম ২০জন ভর্তি হওয়া সাপেক্ষে NSDA এর সিডিউল অনুযায়ী এসেসমেন্ট হবে।
Work in a Self-directed team
Carry out workplace intersections in English
Carry out Communication with Clients.
Operate Office Application Software.
Comply to ethical standards in ICT workplace.
Setup web design environment
Create and edit website using HTML
Use image editing software
Design styles with CSS and CSS Framework
Develop website using JavaScript
Copyright © PencilBox Training Institute. All Rights Reserved.