Digital Marketing for Freelancing
শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skill for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত অকুপেশন সমূহে ০৩(তিন) দিন ব্যাপী RPL (Recognition of Prior Learning) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। RPL ও BNQF কার্যক্রম সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিনামূল্যে পরিচালিত হচ্ছে।
আপনি কি Digital Marketing এ দক্ষ ? আপনি কি Create and Manage Ad Campaign, Apply Local SEO Technique, Identify and Setup Google Webmaster Tool and Google Analytics, Interpret and Practice Email Marketing, Apply Video Marketing এর কাজ জানেন? নূন্যতম ১ বছরের কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু সার্টিফিকেট নেই ? মূলত আমাদের মাঝে অনেকেই Digital Marketing এ অনেক দক্ষ। কিন্তু তাদের কোন সরকারী সার্টিফিকেট নেই। তাদের দক্ষতা যাচাই পূর্বক সার্টিফিকেট দেয়ার কার্যক্রম শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা National Skills Development Authority (NSDA). Assessment (পরিক্ষায়) অংশগ্রহণ করতে করে সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে PencilBox Training Institute শুরু করতে যাচ্ছে Digital Marketing for Freelancing-Level 4 এর Assessment. আপনার ভর্তি কনফার্ম করে স্কিল অরিয়েন্টেশণ ও অ্যাসেসমেন্ট (২+১)=০৩ দিনের প্রোগ্রামে অংশগ্রহন আজই রেজিষ্ট্রেশন করুন।
Copyright © PencilBox Training Institute. All Rights Reserved.