Graphic Design for Freelancing
শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skill for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত অকুপেশন সমূহে ০৩(তিন) দিন ব্যাপী RPL (Recognition of Prior Learning) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। RPL ও BNQF কার্যক্রম সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিনামূল্যে পরিচালিত হচ্ছে।
আপনি কি Graphics Design এ দক্ষ ? আপনি কি Abode Photoshop, Adobe illustrator, MS Office, Basic Internet এর কাজ জানেন? নূন্যতম ১ বছরের কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু সার্টিফিকেট নেই ? মূলত আমাদের মাঝে অনেকেই Graphics Design এ অনেক দক্ষ। কিন্তু তাদের কোন সরকারী সার্টিফিকেট নেই। তাদের দক্ষতা যাচাই পূর্বক সার্টিফিকেট দেয়ার কার্যক্রম শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা National Skills Development Authority (NSDA). Assessment (পরিক্ষায়) অংশগ্রহণ করে সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে PencilBox Training Institute শুরু করতে যাচ্ছে Graphics Design for Freelancing- Level 3 এর Assessment. আপনার ভর্তি কনফার্ম করে স্কিল অরিয়েন্টেশণ ও অ্যাসেসমেন্ট (২ দিন +১ দিন)=০৩ দিনের প্রোগ্রামে অংশগ্রহন আজই রেজিষ্ট্রেশন করুন।
রেজিষ্টেশন পরবর্তীতে অফিস থেকে যোগাযোগ করা হবে। প্রাথমিক ইন্টারভিউতে উত্তীর্ন হলে ফাইনাল ভর্তির জন্য ইমেইল করা হবে।
* নূন্যতম ২০ জন ভর্তি হওয়া সাপেক্ষে NSDA এর সিডিউল অনুযায়ী এসেসমেন্ট হবে।
* ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট থাকতে হবে।
Prepare Documents and Create Presentations for client
Maintain Online Marketplace for Freelancing
Interpret Visual Design Principles and Apply Color Sense
Perform Basic Image Editing
Develop Design Concepts and Sketches
Produce Professional Designs Using Vector Illustration Tools/Software
Utilize AI Tools for Graphic Design
Develop Mock-up to Present Design
Copyright © PencilBox Training Institute. All Rights Reserved.