Graphics Design for Freelancing
আপনি কি Graphics Design এ দক্ষ ? আপনি কি Abode Photoshop, Adobe illustrator, MS Office, Basic Internet এর কাজ জানেন? নূন্যতম 2 বছরের কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু সার্টিফিকেট নেই ? মূলত আমাদের মাঝে অনেকেই Graphics Design এ অনেক দক্ষ। কিন্তু তাদের কোন সরকারী সার্টিফিকেট নেই। তাদের দক্ষতা যাচাই পূর্বক সার্টিফিকেট দেয়ার কার্যক্রম শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা National Skills Development Authority (NSDA). Assessment (পরিক্ষায়) অংশগ্রহণ করে সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে PencilBox Training Institute শুরু করতে যাচ্ছে Graphics Design for Freelancing- Level 4 এর Assessment. আপনার ভর্তি কনফার্ম করে স্কিল ৩দিন অনলাইন অরিয়েন্টেশণ ও ১দিন অ্যাসেসমেন্ট প্রোগ্রামে অংশগ্রহন আজই রেজিষ্ট্রেশন করুন।
* নূন্যতম ২০ জন ভর্তি হওয়া সাপেক্ষে NSDA এর সিডিউল অনুযায়ী এসেসমেন্ট হবে।
Work in a team environment
Practice negotiation skill
Create Event Materials
Perform Advance Image Editing
Create Publication Design
Create Mokeup
Copyright © PencilBox Training Institute. All Rights Reserved.