Free Online Seminar on "The Complete Android and IOS UI Design with Flutter"
🎯Flutter হচ্ছে একটি নতুন "Cross-platform Mobile Development Framework created by Google". এর মাধ্যমে Android এবং IOS Apps শুধু একটি মাত্র Dart Language দিয়ে তৈরি করা যায়। Flutter হচ্ছে Google UI Toolkit, এর মাধ্যমে beautiful Native Mobile, Web, Desktop Application Create করা যায়। এছাড়াও Flutter এর Hot Restart and Hot Reload নামে ২টি component আছে যার দ্বারা Flutter Performance এর দিক দিয়ে দ্রুত কাজ করে।
❓Flutter কেন শিখবেন?
Android Apps জানার জন্য Java অথবা Kotlin শিখতে হয়, IOS Apps জানার জন্য Objective-c অথবা Swift language শিখতে হয়। 👉কিন্তু একটি মাত্র Dart language দিয়ে Android এবং IOS Apps তৈরি করা যায়। এছাড়া এই Framework এর মাধ্যমে High productivity, Great performance, Fast and simple development এবং Compatibility এর সকল সুবিধা পাওয়া যাবে।
👉আমাদের এই সেমিনারের উদ্দেশ্য, Flutter এর সম্পর্কিত বিষয়গুলো যেন আপনার নিকট সুস্পষ্ট হয়।