Free Seminar on Route to Career
✅ আজ ১০ই মার্চ ২০২০, City University তে PencilBox Training এর আয়োজনে সম্পন্ন হলো "Free Seminar on Route to Career" বিষয়ক একটি ফ্রী সেমিনার।
"Free Seminar on Route to Career" বিষয়ক সেমিনারটিতে PencilBox Training এর পক্ষ থেকে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
👉 জনাব Shirajul Islam Mamun (Lead Trainer, ASP.NET Track & CEO of Enlight Solutions). স্যার সেখানে আইটি সেক্টরে ক্যারিয়ার নিয়ে বিশদ আলোচনা করেন; পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সঠিক সময়ে, সঠিক ক্যারিয়ার দিকনির্দেশনা কতটা গুরুত্তপূর্ন সেটা তুলে ধরেন।
👉 জনাব Mohammad Asif Atick ( Founder of Head Blocks ) স্যার সেখানে Emerging Technologies নিয়ে বিশদ আলোচনা করেন।
👉 জনাব Mohsin Hasan (Trainer, Graphics Design, Video Editing & Motion Graphics). স্যার সেমিনারটিতে গ্রাফিক্স নিয়ে এবং ফ্রিলান্সিং নিয়ে আলোচনা করেন।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন PencilBox Training এর জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা Sadia Yeasmin Lubaba
✅ "Free Seminar on Route to Career" বিষয়ক সেমিনারটিতে City University এর পক্ষ থেকে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
👉 শ্রদ্ধেয় মোঃ সাফায়েত হোসেন স্যার ( সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান CSE, City University)
👉শ্রদ্ধেয় সাব্বির সালেহ স্যার ( সহকারী অধ্যাপক, CSE, City University)
✅ একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রথম দায়িত্ব অর্পিত হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ওপর।এই সংখ্যা গরিষ্ঠ ছাত্র ছাত্রীদের মানব সম্পদে রুপান্তর করার প্রচেষ্টায় PencilBox Training অঙ্গীকারবদ্ধ✊
মানব সম্পদ উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিশ্ববিদ্যালয়ে PencilBox Training এর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।