
“Free Seminar on Programming in Kotlin”
কটলিন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা কিনা গুগল অ্যানড্রয়েড- এর জন্য সাম্প্রতিক সময়ে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করেছে। জাভা'র জনপ্রিয়তার কথা কে না জানে, অথচ কটলিনকে তৈরি করা হয়েছে জাভার চেয়েও আপগ্রেডেড ল্যাঙ্গুয়েজ হিসেবে। এই কারনে খুব অল্প সময়ের মধেই এই ল্যাঙ্গুয়েজটিকে পুরো অ্যানড্রয়েড কমিউনিটি সাদরে গ্রহণ করেছে এবং এই মুহুর্তে কটলিন দিয়েই আধুনিক অ্যানড্রয়েড অ্যাপগুলো ডেভেলপ করা হচ্ছে। এই অবস্থায় আমাদের সবারই উচিত কটলিনকে মুল ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করা। যারা জাভা ডেভেলপার, তাদের জন্য এটা করা অনেক সহজ, কারন আপনি একটি প্রজেক্ট এ একই সাথে জাভা ও কটলিন এ কোড করতে পারবেন।
>>কটলিন শুধুই অ্যানড্রয়েড- অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য না। বরং এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি বেসিক প্রোগ্রামিং করতে পারবেন, ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন।
সবচেয়ে বড় ব্যাপার হল, কটলিন ল্যাঙ্গুয়েজ খুব সহজ প্রোগ্রামিং শুরু করার জন্য।আর যেহেতু কটলিনকে গুগল অ্যানড্রয়েডএর জন্য সাম্প্রতিক সময়ে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয়েছে, সুতরাং কটলিন এখন আধুনিক প্রযুক্তির একটি অংশ।<<
কাজেই আধুনিক প্রযুক্তির সাথে নিজেকে যুক্ত করুন, নিজেকে প্রস্তুত করুন একজন সফল কটলিন প্রোগ্রামার এবং অ্যানড্রয়েড অ্যাপ ডেভেলপার হিসেবে। এখুনি রেজিস্ট্রেশন করুন আমাদের এই ফ্রি সেমিনারে এবং আরো বিস্তারিত জানুন এই সম্পর্কে।