
Free Seminar on "Ethical Hacking and Cyber Security"
সাইবার নিরাপত্তা বর্তমান প্রযুক্তি জগতের সব থেকে আলোচিত এবং সমালোচিত বিষয়। তথ্য এবং সাইবার নিরাপত্তার জন্য সর্ব প্রথমে দরকার সচেতনতা এবং প্রযুক্তিগত শিক্ষা ও দক্ষতা। সাইবার এবং তথ্য নিরাপত্তার সঙ্গে পরিচিত করতে ও প্রয়োজনীয় দক্ষতার বিকাশ ঘটানোর লক্ষে দুই ঘণ্টা ব্যাপী এই সেমিনারটির আয়োজন করা হচ্ছে।
আপনি যদি Cyber Security সম্পর্কে বিস্তারিত জানতে চান অথবা Cyber Security তে আপনার ক্যারিয়ার গড়তে চান, তাহলে এই সেমিনারটি শুধুমাত্র আপনার জন্য।