
Free Seminar on "Asp.net Core"
অনেকেই আছেন সফটওয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কিভাবে কি করা যায়। কিভাবে শুরু করবেন কিভাবে বিষয়গুলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এই সেমিনারটির মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে সুষ্ঠ ধারনা পাবেন এবং বিষয়গুলো বুঝে উঠতে পারবেন, সেইভাবে নির্দেশনা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।
PencilBox Training এ আমরা সব সময় চেষ্টা করে আসছি ইন্ড্রাস্ট্রির চাহিদা অনুযায়ী বেস্ট রিসোর্স গুলো যেন আমরা সবার আগে প্রস্তুত করে দিতে পারি এবং আমরা সফলতার সাথে ASP.NET Core with Angular and EF Core বিগত কোর্সগুলো পরিচালনা করে আসছি। আমাদের এই সেমিনারের উদ্দেশ্য, ASP.NET Core এর সম্পর্কিত বিষয়গুলো যেন আপনার নিকট সুস্পষ্ট হয়।