
Free Seminar on "Mastering on Digital Marketing"
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং চাহিদা সম্পন্ন দক্ষতা গুলোর মধ্যে একটি। কারন, এটির বহুবিধ ব্যবহার। ডিজিটাল মার্কেটিং জানা থাকলে আপনি ফ্রীল্যান্সিং করতে পারেন, আবার কোন একটি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন কিংবা নিজেই শুরু করে দিতে পারেন একটি অনলাইন ব্যবসা। কিন্তু ডিজিটাল মার্কেটিং আয়ত্ত করতে কি শেখা দরকার আর কতটুকু শেখা দরকার?
আমরা সব সময় চেষ্টা করে আসছি ইন্ড্রাস্ট্রির চাহিদা অনুযায়ী বেস্ট রিসোর্স গুলো যেন আমরা সবার আগে প্রস্তুত করে দিতে পারি এবং আমরা সফলতার সাথে Mastering on Digital Marketing এর বিগত কোর্সগুলো পরিচালনা করে আসছি। আমাদের এই সেমিনারের উদ্দেশ্য, Mastering on Digital Marketing এর সম্পর্কিত বিষয়গুলো যেন আপনার নিকট সুস্পষ্ট হয়।