মূলত আমাদের দেশে Web Design-এ অনেক দক্ষ লোক রয়েছে, যাদের প্রাতিষ্ঠানিক তেমন শিক্ষাগত যোগ্যতা ও Web Designer হিসেবে সনদপত্র নেই। তাদেরকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদায়ন করার লক্ষেই এই প্রশিক্ষন এর আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহন করতে হলে অবশ্যই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মনোনিত রেজিষ্ট্রেড ট্রেনিং অর্গানাইজেশন (RTO) এ ভর্তি হয়ে স্কিল অরিয়েন্টেশণ ও অ্যাসেসমেন্ট (২+১)=০৩ দিনের প্রোগ্রামে অংশগ্রহন করতে হবে। এরই ধারাবাহিকতায় PencilBox Training Institute শুরু করতে যাচ্ছে Web Design কোর্সের NTVQF-Level-04 এর কার্যক্রম।
Minimum SSC/ Equvalent Pass
Competency Standard Download.
Copyright 2023 © PencilBox Training Institute. All Rights Reserved.