Laravel 6 CRUD: Creating a Simple User Management App

Laravel 6 CRUD: Creating a Simple User Management App

  • by Afjalul Ahsan Pritom
  • 06/05/2020 - 11:50 AM
  • 0 Comments

CRUD- Create, Read, Update এবং Delete হচ্ছে Web Application এর প্রয়োজনীয় Functionality গুলোর মাঝে অন্যতম। CRUD এর সাহায্যে লারাভেল ফ্রেমওয়ার্ক এর Resource Controller এবং Route Model এর সাহায্যে সম্পন্ন করা যায়। আজ আমরা শিখবো, Laravel 6 CRUD ব্যবহার করে Creating a Simple User Management App করার পদ্ধতি।


বর্তমানে PHP Framework গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে Laravel. এটি একটি Open source Secure PHP MVC Web Framework যা সেইসব ডেভেলপারদের জন্য তৈরী করা হয়েছে যাদের একটি সহজ এবং মার্জিত টুলকিট প্রয়োজন, যা পূর্ণ-বৈশিষ্ট্যযুক্ত ওয়েব অ্যাপ্লিকেশনগুলি তৈরি করতে পারে। বিভিন্ন অসামান্য বৈশিষ্ট্যগুলির জন্য এটি বিশ্বের বিভিন্ন পিএইচপি ওয়েব প্রোগ্রামারের মধ্যে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে । সাধারণত একটি ওয়েবসাইটকে আরো বেশি নান্দনিক করার লারাভেল ব্যবহার করা হয়।

এই লারাভেল ব্যবহার করে কিভাবে একটি User Management App তৈরি করা যায়, PencilBox Training এর পক্ষ থেকে তার একটি সিরিজ টিউটোরিয়াল International Online Learning Platform UDEMY তে আপলোড করা হয়েছে।

আশাকরি Laravel 6 CRUD: Creating a Simple User Management App কোর্সটি সকলের ভাল লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন। পুরো কোর্সটি দেখতে লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/2SHm30v

All Comments


Post Your Comment

Please login to post a comment!